BBC News, বাংলা - মূলপাতা

প্রধান খবর

  • ইরানে হামলা

    লাইভ, ইরানে ইসরায়েলের 'মিসাইল' হামলা

    ইরানের ভূ-খণ্ডে ইসরায়েলি 'মিসাইল' আঘাত করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। ইস্ফাহান প্রদেশে বিস্ফোরণের খবর পাওয়া গেছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম।

  • বুধবার গাজার আল-শিফা হাসপাতালের কাছে মৃতদেহ উদ্ধারের সময় তোলা ছবি।

    গাজায় যুদ্ধবিরতি আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকায় থাকতে চাইছে না কাতার?

    ইসরায়েল ও হামাসের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের বিষয়টি পুনর্মূল্যায়ন করে দেখছে কাতার। একথা জানিয়েছেন সে দেশের প্রধানমন্ত্রী শেখ মুহম্মদ বিন আবদুর রহমান আল থানি। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি, ইসরায়েলি জিম্মিদের মুক্তির চেষ্টার ক্ষেত্রে মিশর এবং যুক্তরাষ্ট্রের পাশাপাশি কাতারেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যদিও সেই ভূমিকা নিয়ে নতুন করে ভাবছে কাতার।

  • ইরানের ভূখণ্ডে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে।

    ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল

    ইরানে একটি ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে, বিবিসির মার্কিন সহযোগী সিবিএস নিউজকে এমন তথ্য জানিয়েছেন দু’জন মার্কিন কর্মকর্তা। অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদন বলছে কয়েকটি শহরে বিমান চলাচল স্থগিত করা হয়েছে।

  • ইরান ও ইসরায়েলের মধ্যকার শত্রুতা মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে

    ইসরায়েল এবং ইরানের মধ্যে দ্বন্দ্বের শুরু কবে থেকে?

    ইসরায়েল ও ইরান পুরনো শত্রু, তবে সাম্প্রতিক উত্তেজনায় তাদের শত্রুতা প্রকাশ্য সংঘাতের দিকে চলে যাচ্ছে বলে মনে করা হচ্ছে।

  • সংবাদপত্র

    ‘মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের’

    উপজেলা নির্বাচন ঘিরে আওয়ামী লীগ-বিএনপির অবস্থান, সড়ক দুর্ঘটনার খবর উঠে এসেছে জাতীয় দৈনিকগুলোর প্রধান শিরোনামে। পাশপাশি, গুরুত্ব পেয়েছে ভারতের নির্বাচন ও নিত্যপণ্যের বাজারদরও।

  • শুক্রবার থেকে ভারতে যে ভোটগ্রহণ শুরু হচ্ছে, সেটিকে বিশ্বের সবথেকে বড় গণতান্ত্রিক কর্মযজ্ঞ বলা হচ্ছে

    ভারতে শুরু বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক কর্মযজ্ঞ

    ভারতের লোকসভা নির্বাচনের জন্য ভোট নেওয়া শুরু হতে চলেছে শুক্রবার থেকে। এবারের নির্বাচনকে বলা হচ্ছে বিশ্বের সবথেকে বড় গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া।

  • বাংলাদেশ স্বাধীন করতে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন সর্বস্তরের মানুষ

    আট হাজার ভুয়া মুক্তিযোদ্ধা কি শাস্তির মুখোমুখি হবে?

    বাংলাদেশে আট হাজার ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী। কিন্তু ভুয়া সনদ দেয়ার দায়ে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়ার কিংবা এসব ব্যক্তিরা মুক্তিযোদ্ধা হিসেবে যে ভাতা নিয়েছে সেগুলো ফেরত আনার কোনো উদ্যোগ আছে?

  • দুবাই

    দুবাই বিমানবন্দরে চরম বিশৃঙ্খলা, দুর্বিষহ অবস্থা

    দুবাই শহরের বহু বাড়ি ও শপিংমল হাঁটু পর্যন্ত পানিতে তলিয়ে গেছে। দুবাইয়ের মতো শহরে এ ধরনের চিত্র অনেকর কাছে অবিশ্বাস্য মনে হয়েছে। বিমানবন্দর পানিতে তলিয়ে যাওয়ায় বাতিল করতে হয়েছে শতশত ফ্লাইট। বিমানবন্দরের ভেতরে চরম এক বিশৃঙ্খলা তৈরি হয়েছে।

  • দশটি ব্যাংককে পাঁচটিতে নামিয়ে আনার যে প্রক্রিয়া শুরু হয়েছে

    সবল ও দুর্বল ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শেষ হতে কত সময় লাগতে পারে

    বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের আহবানে সাড়া দিয়ে এখন পর্যন্ত এক্সিম ও পদ্মা ব্যাংক, সোনালী ও বিডিবিএল, কৃষি ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, সিটি ও বেসিক ব্যাংক এবং ইউসিবি ও ন্যাশনাল ব্যাংক একীভূত হতে পরস্পরের সঙ্গে একমত হয়েছে। তবে এই প্রক্রিয়া চূড়ান্তভাবে শেষ হতে কত সময় লাগবে? দুর্বল ব্যাংকের কর্মীদের ভবিষ্যত কী?

নির্বাচিত খবর

  • ইরানের পতাকা

    মধ্যপ্রাচ্যে ইরানের মিত্র কারা এবং আরো কিছু প্রশ্ন

    এর আগে ছায়াযুদ্ধে লিপ্ত থাকলেও এই প্রথম সরাসরি ইসরায়েলে আক্রমণ চালিয়েছে ইরান। পহেলা এপ্রিল সিরিয়াতে ইরানের কনস্যুলেটে প্রাণঘাতী হামলার প্রতিশোধ নিতে ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। যদিও ইসরায়েল কনস্যুলেটে আক্রমণের দায় অস্বীকার করেছে।

  • ইরান-ইসরায়েল একসময় বন্ধুত্বের সম্পর্কে থাকলেও চার দশক ধরে দুই দেশের সম্পর্ককে বর্ণনা করা হয় চিরশত্রু হিসেবে।

    ইরান-ইসরায়েল বন্ধু থেকে যেভাবে চরম শত্রু হয়ে উঠলো

    একসময় এই ইরান এবং ইসরায়েল ছিলো একে অপরের বন্ধু। এমনকি ১৯৪৮ সালে যখন ইসরায়েলের প্রতিষ্ঠা হয় তখন তুরস্কের পর ইসরায়েলকে স্বীকৃতি দেয়া দ্বিতীয় মুসলিম দেশ ছিলো ইরান। কিন্তু সেই সম্পর্ক কিভাবে শত্রুতায় রূপ নিলো?

  • জেরুজালেম

    আরবদের হটিয়ে যেভাবে ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয়েছিল

    ১৯১৭ সালের নভেম্বর মাসে তুরস্কের সেনাদের হাত থেকে জেরুজালেম দখল করে ব্রিটেন। ১৯১৭ সালে থেকে ১৯৪৮ সাল পর্যন্ত ফিলিস্তিনের ভূমি ব্রিটেনের নিয়ন্ত্রণে ছিল।

  • আরব সৈন্য

    ইসরায়েলের সাথে প্রথম যুদ্ধে আরবরা পরাজিত হয়েছিল যে কারণে

    ১৯৪৭ সালের নভেম্বর মাসে জাতিসংঘের গৃহীত প্রস্তাব এবং ১৯৪৯ সালের জুলাই মাসে ইসরায়েলের সাথে সিরিয়ার অস্ত্ররিবতি পর্যন্ত সর্বমোট ২০ মাসের মতো স্থায়িত্ব ছিল প্রথম আরব-ইসরায়েল যুদ্ধের। এই সময়ের মধ্যে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক চিত্র চিরতরে বদলে গিয়েছে।

  • আন্তর্জাতিক রাজনীতিতে কাতারের আল-থানি সাম্রাজ্য নিজেদের আঞ্চলিক সংঘাতে মধ্যস্থতাকারী হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়।

    মধ্যপ্রাচ্যে সংঘাতের পেছনে সক্রিয় শক্তিধর জোটগুলো কারা?

    সংঘাতের এই একাধিক উৎসের কারণে শঙ্কা তৈরি হচ্ছে যে, এগুলো আসলে মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধ ছড়িয়ে দেবে কিনা এবং প্রথাগত আঞ্চলিক ক্ষমতাধর জোটের পরিবর্তন ঘটাবে কিনা।

বাংলাদেশ

ভারত

বিশ্ব

স্বাস্থ্য

ভিডিও

অন্যান্য খবর

সর্বাধিক পঠিত